একজন মহৎ হাসপাতাল বয় ও হার কিপটে ভদ্র মহিলা।

লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ১৩ আগস্ট, ২০১৩, ০৮:৪৯:০০ রাত

মানুষ মহৎ ও উন্নত হয় দেহে নয় কর্মে । এক ভদ্র মহিলার ছেলে খুবই অসুস্থ্য। তার না বাচার সম্ভবনা খুবই বেশি তবে আল্লাহ যদি কারিশমা করেন হয়তবা ভদ্র মহিলার ছেলের পৃথিবীর আলো দেখতে পারে। তবে আমরা সবাই দোয়া করছি এবং কামনা করছি আল্লাহ যেন উক্ত মাছুম ছেলেটি সুস্থ্য করে দেন। ভদ্র মহিলার অসুস্থ্য ছেলের আমার খুব প্রিয় তার অসুস্থ্যতায় আমি যারপর নাই ভারাক্রান্ত। আমার প্রিয় ছেলেটিকে দেখতে হাসপাতালে দেখতে যাই। আমি বাহির থেকে যাওয়াতে পস্রাব প্রচন্ড ভাবে লেগেছিল। তাই কেবিনে থাকা টয়লেটে প্রয়োজন সারাই। আমার পরে হাসপাতালের বয় টয়লেট পরিস্কার করার জন্য প্রবেশ করে। বয় মধ্য বয়সি গায়ে দারিদ্রতার চাপ। বুঝা যায় তার অনেক টাকার প্রয়োজন আছে। কিন্তু মধ্য বয়সি বয় কিছুক্ষণ পর একটি মানি ব্যাগ নিয়ে বেরিয়ে এলো, বললো এটি কার? ভদ্র বললো, আমার । বয় ব্যাগটি হাতে দিয়ে বললেন, আপনার সব কিছু ঠিক আছে কি না? চেক করে দেখুন। ভদ্র মহিলা টাকা গুনে দেখেন পুরা পুরা পনর হাজার টাকা এবং সকল টাকা ঠিক আছে। মহত মানুষটি যাওয়ার সময় দেখলাম, ভদ্র মহিলা তার হাতে একটি টাকা গুজিয়ে দিলেন। মানুষটি যাওয়ার পর আমরা উপস্থিত সবাই ভদ্র মহিলাকে জিজ্ঞেস করলাম কত দিয়েছেন? ভদ্র মহিলা বললেন, ২০ টাকা ।ভদ্র মহিলার উত্তর শুনে উপস্থিত সকলে থ বনে গেলাম। সবার কাছে, নিজেকে হীন ও নিচ মনে হতে লাগলো। বলা বাহুল্য উপস্থিত সবাই অবস্থা সম্পর্ণ ছিল। তাই সবাই বিষয়টি ভাল দৃষ্টিতে দেখেনি। পরে আমি উক্ত মহৎ সৎ উন্নত মনের মানুষটিকে নিজ থেকে কিছু টাকা বখশিস দিলাম। দুটি কারনে যেহেতু আমি মানুষটি আগে টয়লেটে গিয়েছিলাম, বয় যদি টাকাগুলো নিয়ে যেত তাহলে চোর হতাম আমি; দ্বিতীয়ত নিজেকে হালকা করার জন্য। মহৎ মানুষটি ইচ্ছে করলে সকল টাকা পকেটে নিয়ে চলে গেলেও কেউ তাকে দোষারপ করা কায়দা ছিল না। তার পরও তিনি সততাকে বেচে নিয়েছেন। অপূর্ব! আল্লাহ তার ভবিষ্যত সুন্দর ও সুখময় করুক।

বিষয়: বিবিধ

২১৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File